ক্রমেই অবনতি হচ্ছে দেশের করোনা পরিস্থিতি। প্রতিদিনই বাড়ছে আক্রান্তের সংখ্যা। সেই সাথে বাড়ছে মৃতের সংখ্যাও।
নোয়াখালীতে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় সংক্রমিত ব্যক্তির সংখ্যা দাঁড়িয়েছে ২ হাজার ২৩৯ জনে। করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুবরণ করেছে ৩ জন।
এদিকে, কুষ্টিয়ায় গত ২৪ ঘন্টায় নতুন কেউ করোনায় আক্রান্ত হয় নাই। এ পর্যন্ত কুষ্টিয়ায় করোনা ভাইরাস আক্রান্ত রোগীর সংখ্যা ৭০৮ জন।
এছাড়া, টাঙ্গাইলে নতুন করে ১৭ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়ালো ৭৪৭ জনে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি