মাদারীপুরে সরকারি কলেজের শিক্ষার্থী রিমন সরদার হত্যা মামলায় আকলিমা বেগম নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ।
শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে শহরের লেকেরপাড় থেকে তাকে গ্রেফতার করা হয়।
গত ১৭ সেপ্টেম্বর মোটরসাইকেলের হর্ন বাজানোকে কেন্দ্র করে রিমনকে হাতুড়িপেটা করে দুর্বৃত্তরা। পরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এ ঘটনায় নিহতের বড় ভাই ৬ জনকে আসামী করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এদিকে, রিমন হত্যার প্রতিবাদে সকালে বিক্ষোভ ও মানববন্ধন করে এলাকাবাসী। ঘন্টাব্যাপী চলা এ মানববন্ধনে ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান, নিহতের স্বজন ও এলাকাবাসী।
নিউজ ডেস্ক/বিজয় টিভি