বগুড়া জেলা শাখার আয়োজনে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়ন আপিল বাস্তবায়ন কমিটির যৌথ উদ্যোগে আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
আজ (মঙ্গলবার) সকাল ১১ টায় বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর আপিল বাস্তবায়নের লক্ষ্যে বগুড়া জেলা পরিষদ হল রুমে এ আইন শৃঙ্খলা ও কোভিড-১৯ স্বাস্থ্যবিধি সচেতনতা এবং মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে গ্রামপুলিশদের উল্লেখিত দাবি বাস্তবায়নে গত ২০১৯ সালের হাইকোর্টের আদেশ বাস্তবায়ন করার লক্ষ্যে জোর দাবি জানান ।
বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর কর্মচারী ইউনিয়ন এর কেন্দীয় অর্থ-সচিব বিশ্বনাথ দাসের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বগুড়া ৪ আসনের সাবেক সাংসদ এ,কে,এম রেজাউল করিম তানসেন। উক্ত সভা পরিচালনা করেন বাংলাদেশ গ্রাম পুলিশ বগুড়া জেলা শাখার সাধারন সম্পাদক আতাবুর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন গ্রাম্য পুলিশের সদস্যবৃন্দ আরো অনেকে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি