মাদারীপুর-৩ আসনে আওয়ামীলীগের মনোনিত প্রার্থী ও কেন্দ্রীয় আওয়ামীলীগের দপ্তর সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ড. আবদুস সোবহান গোলাপ বলেছেন ‘শেখ হাসিনা ক্ষমতায় থাকলেই দেশ উন্নয়ন হবে, মানুষ ভাল থাকবে। আপনারা জননেত্রী শেখ হাসিনা ও আমার জন্য দোয়া করবেন। আমি যেন শেখ হাসিনার কর্মী আর আপনাদের সেবক হয়ে থাকতে পারি।’
গত সোমবার সন্ধ্যায় মাদারীপুরের কালকিনি উপজেলার উত্তর রমজানপুর বাজারে রমজানপুর ইউনিয়নের আওয়ামীলীগ ও সকল সহযোগি অঙ্গসংগঠনের নের্তৃবৃন্দ এবং ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দদের সাথে পরিচিতি সভায় তিনি একথা বলেন।
রমজানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নুরুল হক রাঢ়ির সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক দুলাল বেপারীর সার্বিক পরিচালনায় এসময় বিশেষ অতিথি ছিলেন ইউপি চেয়ারম্যান ইউনুস আলী বেপারী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি