বরগুনার পাথরঘাটা উপজেলার হরিনঘাটায় সংরক্ষিত বনাঞ্চলের গাছ কেটে নিয়ে যাচ্ছে এলাকার সংঘবদ্ধ একটি চোর চক্র। দীর্ঘদিন ধরে চক্রটি গাছপাচার করে আসলেও তাদের প্রতিরোধে নেওয়া হচ্ছেনা প্রয়োজনীয় ব্যবস্থা। এতে ক্রমেই ধ্বংস হচ্ছে দেশের দক্ষিনাঞ্চলের হরিনঘাটা বন।
বরগুনা পাথরঘাটা উপজেলা সদর থেকে সাত কিলোমিটার দক্ষিণে অবস্থিত বঙ্গোপসাগরের মোহনায় পায়রা-বিষখালী-বলেশ্বর এ তিন নদ-নদীর সঙ্গমস্থলে অবস্থিত হরিণঘাটা বন। এই বনাঞ্চলের আয়তন প্রায় ১০ হাজার একর। এই বনা থেকে মূল্যবান কেওড়া, সুন্দরী, বাইনসহ নানা প্রজাতির গাছ কেটে নেওয়া হচ্ছে চোর চক্ররা। বনের মধ্যে প্রবেশ করে নানা কৌশলে তারা কেটে নিচ্ছে গাছ।
হরিণঘাটা বনের সাথে সম্পৃক্ত কিছু কাঠ ব্যবসায়ী এ কাজের সঙ্গে সম্পৃক্ত বলে জানান স্থানীয়রা।
কতিপয় লোক বনের মধ্যে থাকে, মাছ ধরে আবার বনের গাছ কেটে আশপাশে বিক্রি করে বলে জানান বন বিভাগের এ কর্মকর্তা। বনের পাহারায় লোকবল সংকটের কারণে এমন ঘটনা ঘটছে বলেও জানান তিনি।
অধিকহারে গাছ কাটার ফলে উজাড় হচ্ছে বনের পশু পাখি। ঘুর্ণিঝড় সহ নানা প্রলয়ংকরী প্রাকৃতিক দুর্যোগের শিকার হচ্ছে মানুষ। তাই গাছ নিধনকারীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিয়ে হরিণঘাটা বনকে বাঁচানোর দাবি স্থানীয়দের।