গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে ১ হাজার ৫৩৩ টি নমুনা নমুনা পরীক্ষা করে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১২৫ জন। এ নিয়ে মোট করোনা আক্রান্ত ৩০ হাজার ৩৩৯ জন। তবে গত ২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনায় কারো মৃত্যু হয়নি।
আজ (৩১ ডিসেম্বর) সকালে সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাব ও চট্টগ্রামে ৯ টি ল্যাবে নমুনা পরীক্ষায় এ ফলাফল আসে।
চট্টগ্রামের সিভিল সার্জন ডা. শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘণ্টার নমুনা পরীক্ষায় ১২৫ জন নতুন আক্রান্ত শনাক্ত হয়েছেন। নতুন আক্রান্তদের মধ্যে নগরে ১০৮ জন এবং উপজেলায় ১৭ জন। এখন পর্যন্ত করোনায় মারা গেছেন মোট ৩৫৯ জন।