ঢাকার ধামরাইয়ে নিকলা জে এ হক উচ্চ বিদ্যালয়ে এস এস সি পরিক্ষার্থীদের কাছ থেকে এডমিট কার্ড বাবদ ৩৫০ টাকা নেওয়ার অভিযোগ উঠেছে ওই স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে।
বৃহস্পতিবার স্কুলে গিয়ে দেখা গেছে টাকার জন্য ছাত্র-ছাত্রীদের এডমিট কার্ড না দিয়ে প্রধান শিক্ষকের মনের ইচ্ছা মত স্কুল বন্ধ রেখে মিটিং করছে।
ছাত্র-ছাত্রীদের অভিযোগ, ৩৫০ টাকা না দিলে এডমিট কার্ড দিচ্ছে না প্রধান শিক্ষক।
স্কুল ম্যানেজিং কমিটির সদস্য বলেছে, প্রধান শিক্ষকের ইচ্ছা মত আমাদের না জানিয়ে এ অতিরিক্ত টাকা নিচ্ছে।
টাকা নেওয়ার কথা সত্যতা শিকার করে বলেন, আমাকে শিক্ষা অফিসার ফোন দিয়েছিল। যে কজনের টাকা নিয়েছি তা ফেরত দিয়ে দিব।
উপজেলা মাধ্যমিক শিক্ষ অফিসার নায়ার সুলতানা বলেন, টাকা নিয়ে থাকলে ওই প্রধান শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ ডেস্ক / বিজয় টিভি