২১ আগস্ট গ্রেনেড হামলা প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও জাতিকে নেতৃত্ব শূন্য করতেই সংগঠিত করা হয়েছিল বলে মন্তব্য করেন সিটি মেয়র আ.জ.ম নাছির উদ্দিন।
সকালে নগরীর টাইগারপাস মোড়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগ আয়োজিত দোয়া মাহফিল ও আলোচনা সভায় এ মন্তব্য করেন তিনি। বলেন, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে এমন জঘন্যতম পরিকল্পিত হত্যাকাণ্ডের নজির বিশ্বে বিরল। চট্টগ্রাম মহানগর আওয়ামী মৎস্যজীবী লীগের আহ্বায়ক আমিনুল হক বাবুল সরকারের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী, সদস্য সচিব এম এ মোতালেব তালুকদারসহ মৎস্যজীবী লীগ নেতৃবৃন্দ।
নিউজ ডেস্ক/বিজয় টিভি