ইস্টার্ন ব্যাংক লিমিটেড- এর গ্রাহকদের এফডিআরের প্রায় ১৩ কোটি ৩ লাখ ৬৫ হাজার টাকা আত্মসাতের দায়ে শাস্তির মুখোমুখি হচ্ছেন সংশ্লিষ্ট ব্যাংক কর্মকর্তা।
মঙ্গলবার দুদক সমন্বিত জেলা কার্যালয়, চট্টগ্রাম-১ এর একটি দল ইবিএল বহদ্দারহাট শাখায় অভিযান চালায়। এঘটনায় অভিযুক্ত ইফতেখারুল কবির বর্তমানে ইস্টার্ন ব্যাংকের ওআর নিজাম রোড শাখার প্রায়োরিটি ব্যাংকিং ম্যানেজার হিসেবে কর্মরত। দুদক জানায়, গ্রাহকের চেক ইস্যু ও স্বাক্ষর জালিয়াতি করে ইফতেখারুলের এসব টাকা আত্মসাৎ করার সত্যতা পাওয়া গেছে। এ ব্যাপারে দুর্নীতি দমন কমিশনের পক্ষ থেকে মামলা দায়ের করা হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি