মহামারী করোনাভাইরাসের কারণে বিশ্বজুড়ে অনলাইন পাঠদান কার্যক্রম পরিচালিত হচ্ছে। অনলাইনে একে অপরের সঙ্গে আলোচনা করে শিক্ষক এবং শিক্ষার্থী অনেক বেশি শিখতে পারেন। এটিকে আরও সহজ করতে গুগল নতুন ফিচার চালু করেছে। নতুন এ ফিচারের নাম ব্রেকআউট রুমস।
নতুন এ ফিচারটির মাধ্যমে শিক্ষকরা অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ভিডিও কলের সময় ছোট ছোট গ্রুপে ভাগ করে দিতে পারবেন। ফলে ছোট ছোট দলে বিভক্ত হয়ে তারা নিজেদের মধ্যে সহজে আলোচনা করতে সক্ষম হবে।
এই মুহূর্তে এ ফিচারটি শুধু শিক্ষার সঙ্গে যুক্তদের জন্য সহজলভ্য করা হয়েছে। তবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি জানিয়েছে চলতি বছরের শেষে এটি আরও অনেকের জন্য সহজলভ্য হয়ে যাবে।