স্মার্টফোন সংস্থা স্যামসাং তার তৃতীয় ফোল্ডেবল ফোন স্যামসাং গ্যালাক্সি জেড ফোল্ড ২ (Galaxy Z Fold2) লঞ্চ করেছে। এই ফোনটি আগের চেয়ে আরও উন্নত ডিসপ্লেসহ অনেক আপগ্রেড ফিচার লঞ্চ করা হয়েছে। চলুন জেনে নেই এই ফোনে কী কী আছে।
প্রসেসর হিসেবে এখানে থাকছে কোয়ালকমের ৮৬৫ প্লাস প্রসেসর এবং মেমরি হিসেবে দিয়েছে ১২ গিগাবাইটে এলপিডিডিআর৫ র্যাম সাথে থাকছে ৫১২ গিগাবাইটের ইউএফএস ৩.১ ইন্টারনাল স্টোরেজ। সাথে থাকছে অ্যান্ড্রোইড ১০ অপারেটিং সিস্টেম।
এই ফোনের প্রধান ডিস্প্লে তে থাকছে ৭.৬ ইঞ্চির ডিস্প্লে যার রেজুলেশান হলো ২২০৮x১৭৬৮। যাতে গড়ে ৩৭৩ পিক্সেল/ইঞ্চি রেজুলেশান হচ্ছে। এই স্ক্রিনে ব্যবহার করা হয়েছে ডাইনামিক অ্যামোলেড ইনফিনিটি ফ্লেক্স ডিস্প্লে এবং স্ক্রিনের অ্যাস্পেক্ট রেশিও ২২.৫ঃ১৮। কভার ডিস্প্লেতে থাকছে ৩৯৯ পিক্সেল/ইঞ্চি, ৭২০x১৬৮০ পিক্সেলের রেজুলেশান এবং এর সাইজ হলো ৬.২ ইঞ্চি। এই স্ক্রিনের অ্যাস্পেক্ট রেশিও হলো ২১ঃ৯ ও স্ক্রিনে ব্যবহার করা হয়েছে সুপার অ্যামোলেড ডিস্প্লে।
ক্যামেরা হিসেবে পেছনে থাকছে ১২ মেগা পিক্সেলের ৩ টি ক্যামেরা যার দ্বারা আপনি ১২৩ ডিগ্রি ছবি তুলতে পারবেন। আর কভারে ও সেলফি ক্যামেরায় থাকছে ১০ মেগা পিক্সেলের ক্যামেরা।
তারবিহীন সংযোগের জন্য থাকছে ওয়াইফাই (২.৪ ও ৫.০০ গিগাহার্য), ব্লুটুথ ৫.০, জিপিএস/গ্যালিলিও/গ্লোনাস/বেইডউ, এনএফসি ও এমএসটি সুবিধা।
সেন্সর হিসেবে দেওয়া হয়েছে অ্যাক্সেলেরো মিটার, ব্যারোমিটার, ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, গাইরো সেন্সর, জিওম্যাগনেটিক সেন্সর, হল সেন্সর, প্রক্সিমিটি সেন্সর ও আরজিবি লাইট সেন্সর।
এই ফোনে ২ টা নন-রিমোভাল ব্যাটারি দেওয়া হয়েছে এর ফলে অভারল ক্ষমতা থাকছে ৪৫০০ মিলি অ্যাম্পিয়ার। এর সাথে তারা দিচ্ছে ফাস্ট চার্জিং সুবিধা। এক্ষেত্রে তারবিহীন চার্জার ব্যবহার করায় এই চার্জার দিয়ে একাধিক ফোন একসাথে চার্জ করা যাবে।
২৮২ গ্রাম ওজনের এই ফোন প্রধাণত ২টি রঙে পাওয়া যাবে তাছারা গ্রাহক নিজে কাস্টমাইজ করে আরও চারটি রঙের ফোন নিতে পারবেন। ফোনটির আসল মূল্য ২৬৬,৯৯৯.০০ টাকা কিন্তু এখন আপনি ২৫% ছাড়ে মাত্র ১৯৯,৯৯৯.০০ টাকায় এই ফোন কিনতে পারবেন।
নিউজ ডেস্ক/বিজয় টিভি