নাটক কিংবা সিনেমা দুই মাধ্যমেই নিজেদের অভিনয় দক্ষতায় অনেক আগেই দর্শক মনে জায়গা করে নিয়েছেন অভিনেতা মোশাররফ করিম ও অভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা। তারা জুটি বেঁধে সিনেমার বড় পর্দায় যেমন হাজির হয়েছেন তেমনি ছোট পর্দাতেও জুটি বেঁধে অভিনয় করেছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবের জেরে এবার সারাদেশ অঘোষিত লকডাউনে স্বেচ্ছা ঘরবন্দি সময় পার করছে। ব্যক্তিজীবনের নিরাপত্তার স্বার্থেই নাটক কিংবা সিনেমা বিনোদনের এই ইন্ডাস্ট্রিতে সব কিছু থেমে আছে। শুটিং বন্ধ তাই কোন কাজই হচ্ছে না।
তবে এই দুঃসময়ে দুয়ারে কড়া নাড়ছে ঈদ উৎসব। করোনায় শুটিং বন্ধ হওয়ার আগে একসঙ্গে কয়েকটি নাটকের কাজ করেছিলেন নির্মাতা ইমরাউল রাফাত। তার নির্মিত ‘ঈদ মোবারক’ নাটক দিয়ে এবারের ঈদ উৎসবে পর্দায় দেখা যাবে অভিনেতা মোশাররফ করিম ও নুসরাত ইমরোজ তিশাকে।
অসহায় মানুষের কথা সবসময়ই উঠে এসেছে ‘গাল্লিবয়’ জুটির অন্যতম গায়ক তবীব মাহমুদের গানের কথায়। সঙ্গে থাকে সাম্প্রতিক নানান বাস্তবতা যা গানে গানেই প্রকাশ করেন তিনি। সহশিল্পী রানা মৃধাকে নিয়ে তিনি তাদের গানগুলো গেয়ে থাকেন।
এবার গানের কথায় কণ্ঠশিল্পী তবীব মাহমুদ তুলে ধরলেন করোনার বাস্তবতা। করোনায় কি করণীয়? তা নিয়ে দিলেন কিছু পরামর্শ। তবে সঙ্গে নেই সহশিল্পী রানা মৃধা। নতুন এই গানে তাকে সঙ্গ দিয়েছেন একে হাসান।
গানের শিরোনাম ‘এই দুর্যোগে যা কর্তব্য’। গানটির কথা ও সুর করেছেন তবীব নিজেই। করোনার এই সময়ে রানা অবস্থান করছে ফরিদপুরে আর তবীব মাহমুদ অবস্থান করছে ঢাকায় যার কারণে নতুন এই গানে গাল্লিবয় রানা মৃধার সঙ্গে জুটি বেঁধে গাইতে পারছেন না তবীব মাহমুদ।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি