চলমান করোনা পরিস্থিতিতে সুন্দর আগামীর প্রত্যাশা নিয়ে জনপ্রিয় পুরনো একটি গানে নতুন আবহ নিয়ে ভারতীয় স্ট্রিমিং সাইট জি ফাইভ গ্লোবাল প্ল্যাটফর্মে মুক্তি পেয়েছে ‘আবার জমবে মেলা’ গানটি।
১৯৭২ সালের শুরুর দিকে সদ্য-স্বাধীন, যুদ্ধবিদ্ধস্ত বাংলাদেশে ঐতিহাসিক এই গানটি প্রকাশ পায় প্রয়াত শিল্পী লোকমান ফকিরের কথা ও সুরে। লোকসংগীতটিতে রয়েছে অদম্য আত্মবিশ্বাস আর আশার বার্তা।
বাংলাদেশের জনপ্রিয় কণ্ঠশিল্পীদের নিয়ে নতুন আঙ্গিকে গানটি গাওয়া হয়েছে। নতুন আঙ্গিকে গাওয়া গানটিতে কণ্ঠ দিয়েছেন জোহাদ রেজা চৌধুরী, এলিটা করিম, কারিশমা সানু সভ্যতা। দেশের অন্যতম ও জনপ্রিয় গীতিকার ও সঙ্গীতশিল্পী রায়েফ আল হাসান রাফা নতুন আবহে ও সঙ্গীত আয়োজনে নতুন মাত্রা যুক্ত করেছেন গানটিতে।
মিউজিক ভিডিওটিতে অংশ নিয়েছেন জিয়াউল ফারুক অপূর্ব, জাকিয়া বারী মম, রাফিয়াথ রশিদ মিথিলা, ইয়াশ রোহান ও নাজিফা তুশি। নিজ নিজ বাড়িতে বানানো এই ভিডিওটি নির্মাণ করেছেন কৃষ্ণেন্দু চট্টোপাধ্যায়।
অনলাইন নিউজ ডেস্ক/বিজয় টিভি