মহামারী করোনায় আক্রান্ত হয়ে বলিউডের অনেক নক্ষত্র নিভে গেলেও করোনার ভয়াল থাবা থেকে এতদিন মুক্ত ছিল বাংলাদেশের সাংস্কৃতিক অঙ্গন। বাংলাদেশে করোনার প্রাদুরভাবের প্রায় চার মাস পর করোনা আক্রান্ত হয়ে প্রাণ হারালেন অভিনেতা ও নির্মাতা স্বপন সিদ্দিকী।
শুক্রবার ১০ জুলাই দুপুর ১২টা 8 মিনিটে রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা যুদ্ধে পরাজিত হয়ে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি। গণমাধ্যমের কাছে বিষয়টি নিশ্চিত করেছেন স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক ও উপস্থাপক আনজাম মাসুদ।
আনজাম মাসুদ জানান, বেশ কিছু দিন আগে করোনায় আক্রান্ত হন স্বপন সিদ্দিকী। শারীরিক অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার ৯ জুলাই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। শুক্রবার তাকে অন্য একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করার প্রস্তুতি চলা কালে পরপারে পাড়ি জমান জ্যেষ্ঠ এই সাংস্কৃতিক কর্মী।
নিয়মিত নাটক নির্মাণের পাশাপাশি অভিনয়ও করতেন স্বপন সিদ্দিকী। এছাড়া স্বাধীনতা সাংস্কৃতিক পরিষদের কেন্দ্রীয় কমিটির দফতর সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন তিনি। টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশনের সাবেক কার্যনির্বাহী সদস্যও ছিলেন স্বপন সিদ্দিকী।
স্বপন সিদ্দিকীর মৃত্যুর মধ্য দিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে প্রথমবারের মতো প্রাণ হারালেন দেশের একজন স্বনামধন্য অভিনেতা ও নির্মাতা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি