ঢালিউড ও টলিউডে বেশ সুনাম রয়েছে অভিনেত্রী জয়া আহসানের। দেশের জাতীয় চলচ্চিত্র পুরস্কার যেমন পেয়েছেন তিনি, তেমনি কলকাতার ছবিতে তার অনবদ্য অভিনয়ের স্বীকৃতি স্বরূপ অর্জন করেছেন আন্তর্জাতিক সম্মান।
পেশাদারী কাজের বাইরে অভিনেত্রী জয়ার আরেক পরিচয় পশুপাখি প্রেমী। চলমান করোনা সময়ে পশুপাখির খাদ্য সংকটের কথা ভেবে তিনি রাস্তায় নেমে পড়েছিলেন। নিজের সুরক্ষা নিয়ে তিনি রাস্তায় থাকা কুকুরের জন্য নিয়মিত খাবারের একক উদ্যোগ নিয়েছিলেন।
গেল ১৭ সেপ্টেম্বর রাজধানী থেকে বেওয়ারিশ কুকুর অপসারণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের কার্যক্রম বন্ধের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করেছেন অভিনেত্রী জয়া আহসান এবং দুটি প্রাণী কল্যাণ সংগঠন অভয়ারণ্য ও পিপলস ফর অ্যানিমেল ওয়েলফেয়ার।
আগামী সপ্তাহের এ রিটের ওপর শুনানি হতে পারে বলে জানা গেছে। রিট আবেদনে কুকুর স্থানান্তর ও ডাম্প করার বিষয়ে ডিএসসিসির কার্যক্রমের বৈধতার প্রশ্নে রুল জারির আর্জি জানানো হয়েছে। রিটে ডিএসসিসিসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি