করোনাকালে দেশের প্রেক্ষাগৃহগুলো বন্ধ হয়ে আছে প্রায় ছয় মাস। কিন্তু এরইমধ্যে শুরু হয়েছে নির্মাতা অনন্য মামুনের সিনেমা ‘নবাব এলএলবি’ ছবির শুটিং। আর এই ছবিটি মুক্তি পাচ্ছে অ্যাপে। এই ছবিটির মাধ্যমে ওয়েব বা ওটিটি প্ল্যাটফর্মে অভিষেক হচ্ছে ঢালিউড সুপারস্টার শাকিব খানের।
গেল ২ অক্টোবর প্রকাশ পেয়েছে ‘নবাব এলএলবি’ ছবির প্রথম পোস্টার। পোস্টারে বাইকে চড়ে নবাব শাকিব খানকে দেখা গেছে। প্রেক্ষাগৃহে নয়, ছবিটি মুক্তি দেয়া হবে ‘আই থিয়েটার’ নামের একটি ভিডিও অ্যাপ প্ল্যাটফর্মে। এই ছবির মাধ্যমে প্রথমবার অ্যাপে মুক্তি পাচ্ছে শাকিবের সিনেমা।
(ভিডিওটি দেখতে ক্লিক করুন নিচের ইউটিউব লিংক এ)
যা মূল ধারার ঢাকাই সিনেমার ইতিহাসেও প্রথমবার ঘটতে যাচ্ছে। ছবির নির্মাতা জানান, ১৫ অক্টোবর থেকে অ্যাপটি উন্মুক্ত করা হবে। আর এর গ্র্যান্ড ওপেনিং হবে ২৩ অক্টোবর ‘নবাব এলএলবি’ ছবিটি মুক্তি দেয়ার মাধ্যমে। ‘নবাব এলএলবি’ ছবিতে শাকিবের বিপরীতে অভিনয় করবেন মাহিয়া মাহি ও অর্চিতা স্পর্শিয়া।
নিউজ ডেস্ক/বিজয় টিভি