নতুন বছরে সোনার দাম আবারও রেকর্ড উচ্চতায় উঠেছে। আজ বৃহস্পতিবার থেকে হলমার্ক করা ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম বেড়ে হবে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা।
বুধবার (১৭ জানুয়ারি) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বেড়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) থেকে নতুন দাম কার্যকর করা হবে।
বাজুসের তথ্য অনুযায়ী, এর আগে সর্বশেষ গত ২৪ ডিসেম্বর সোনার দাম ভরিতে ১ হাজার ৭৪৯ টাকা বাড়ানো হয়েছিল। তাতে ভালো মানের এক ভরি সোনার দাম বেড়ে হয়েছিল ১ লাখ ১১ হাজার ৪১ টাকা, যা ছিল দেশের ইতিহাসে সর্বোচ্চ। এক মাসের কম সময়ের ব্যবধানে সোনার দামে আরেকটি রেকর্ড হচ্ছে। নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের সোনার ভরি হবে ১ লাখ ১২ হাজার ৪৪১ টাকা, যা দেশের ইতিহাসে এখন পর্যন্ত সোনার সর্বোচ্চ দাম।