শিক্ষার নামে কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট বাণিজ্য করছে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। তাদের বিরুদ্ধে অতীতে ব্যবস্থা নেয়া হয়েছে আগামীতেও নেয়া হবে বলে জানান তিনি।
সকালে চট্টগ্রাম নগরীর পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নবীনবরণ অনুষ্ঠানে একথা বলেন শিক্ষামন্ত্রী।
বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের শিক্ষাকে ব্যবসা হিসেবে নয়, সেবা হিসেবে নিতে আহবান জানান তিনি। শিক্ষা খাতের উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে বলেও জানান শিক্ষামন্ত্রী নরুল ইসলাম নাহিদ।
নিউজ ডেস্ক / বিজয় টিভি