লিভারপুলের সাথে চুক্তি নবায়ন করবেন, নাকি এই মৌসুমেই মোহামেদ সালাহকে বিক্রি করে দিবে ক্লাবটি সে নিয়ে তৈরি হয়েছিল ধোঁয়াশা। অবশেষে কেটে গেছে সব শংকা। সালাহ ভক্তদের জন্য সুসংবাদ হচ্ছে, আগামী ৩ বছরের জন্য অলরেডদের সঙ্গে চুক্তি নবায়ন করেছেন এই মিশরীয় ফরওয়ার্ড। তাও আবার লিভারপুলের ইতিহাসের সবচেয়ে বেশি পারিশ্রমিকে!
গুঞ্জন রয়েছে, নতুন চুক্তিতে প্রতি সপ্তাহে সালাহর বেতন হবে ৩ লাখ ৫০ হাজার পাউন্ড। বাংলাদেশি মুদ্রায় অঙ্কটা অনেক বড়, প্রায় ৪ কোটি টাকা! সেই সঙ্গে গোল করলে ও গোলে অবদান রাখলে পাবেন বাড়তি পুরস্কারও।
এদিকে চুক্তি স্বাক্ষরের পর সালাহ জানান, ক্লাবটির হয়ে আরও শিরোপা জিততে মুখিয়ে আছেন তিনি। তিনি বলেন, আমি মনে করি, সবকিছুর জন্য লড়াই করার মতো অবস্থায় রয়েছি আমরা। আমাদের নতুন কিছু খেলোয়াড়ও এসেছে। এখন শুধু কঠোর পরিশ্রম ও দূরদৃষ্টি থাকতে হবে। সবকিছুর জন্য লড়তে হবে আমাদের।
এর আগে চুক্তির আলোচনা থেমে থাকলেও সালাহ বরাবরই বলে এসেছেন, পরের মৌসুমে ক্লাবেই থাকছেন তিনি। যদিও চুক্তি স্বাক্ষর না হলে আগামী মৌসুম শেষে তাকে ফ্রিতেই যেতে দিতে হতো লিভারপুলকে।
২০১৭ সাল থেকে লিভারপুলে আছেন সালাহ। চলতি দলবদল মৌসুমে দলটির আক্রমণের চেহারাই বদলে গেছে। এই মৌসুমে অল রেডরা দলে ভিড়িয়েছে ডারউইন নুনেজ ও ফাবিও কাভালিওকে। এবং অবশেষে সালাহর সঙ্গে চুক্তি নবায়ন করে ষোলকলা পূর্ণ করলো ক্লাবটি।