আর মাত্র এক মাস বার দিন পর শুরু হতে যাচ্ছে কাতার বিশ্বকাপ। আসন্ন এই বিশ্বকাপে অন্য আসরগুলোর মতো এবারও ফেভারিট হিসেবে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। অবশ্য রাশিয়া বিশ্বকাপও তারা হট ফেভারিট ছিল।
সেবার অবশ্য কোয়ার্টার ফাইনালে বেলজিয়ামের কাছে হেরে বিদায় নিয়েছিল নেইমাররা। হাইভোল্টেজ ওই ম্যাচটিতে গোল করতে পারেননি নেইমার। এতে হেক্সা জয়ের স্বপ্ন ভেঙে যায় ব্রাজিলিয়ানদের।
এর পরের কয়েকটি বছর বেশ বাজে কেটেছে নেইমারের। ইনজুরি, বাজে ফর্ম সব মিলিয়ে যাচ্ছে তাই অবস্থা। তবে সেসব এখন অতিত। ব্রাজিলিয়ান এই ফরওয়ার্ড এখন নিজে গোল করছে এবং করাচ্ছেন। ব্রাজিলের হয়ে নেইমার এখন পর্যন্ত ৭৩টি গোল করেছেন। দেশের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা কিংবদন্তি পেলের ৭৫ গোলের রেকর্ড স্পর্শ করতে আর মাত্র দুই গোলের প্রয়োজন তার।
সব কিছু ঠিক থাকলে নভেম্বরে অনুষ্ঠিত কাতার বিশ্বকাপেই ব্রাজিলের হয়ে সর্বোচ্চ গোলদাতার রেকর্ডটি নিজের করে নেবেন তিনি। তবে ব্রাজিলয়ান পোস্টার বয়ের নজর এখন শুধুই বিশ্বকাপে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নেইমার জানান, মৌসুমটা ভালোভাবে শুরু করতে পেরে তিনি খুব খুশি। সেটা ক্লাবে হোক কিংবা জাতীয় দলের হয়েই হোক। পিএসজি তারকা জানান, এ বছর তার একমাত্র লক্ষ্য হলো, উভয় দলের হয়েই শিরোপা জেতা।