1. junayed@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  2. boe01@bijoy.tv : বিজয় টিভি নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  3. rafi@bijoy.tv : বিজয় নিউজ ডেস্ক : বিজয় টিভি নিউজ ডেস্ক
  4. rubel@bijoy.tv : support_admin :
কষ্টার্জিত জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা - বিজয় টিভি
ঢাকা বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫, ০৭:৫১ পূর্বাহ্ন

কষ্টার্জিত জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা

বিজয় টিভি নিউজ
  • প্রকাশিত: বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫
  • ৮৭ বার পড়া হয়েছে
কষ্টার্জিত জয়ে লা লিগায় শীর্ষস্থান ধরে রাখল বার্সেলোনা

রবার্ট লেভাডফস্কি, রাফিনিয়ার মতো অনেকেই নেই। সামনে বেশ কদিনের জন্য জটিল সূচি। সে কারণেই প্রথম একাদশে রাখা হয়নি বেশ কিছু পরিচিত মুখকে। আগের ম্যাচ থেকে এদিনের খেলায় ছিল ৭ বদল। কিন্তু বার্সেলোনার খেলায় তার ছাপ পড়লো না মোটেই। বরং লা লিগায় প্রতিপক্ষের ওপর আক্রমণের নতুন রেকর্ড গড়লো গতরাতের ম্যাচে। মায়োর্কার বিপক্ষে ৪০টি শট নিয়েছে দলটা।

তবে হ্যান্সি ফ্লিকের দলের দূর্ভাগ্যই বলতে হবে। ৪০ শট নিলেও গোল পেয়েছে মোটে ১টি। সেটাই অবশ্য তাদের জয়ের জন্য যথেষ্ট ছিল টেবিলের ৭ম স্থানে থাকা দলের বিপক্ষে। এই জয়ের পর মাদ্রিদের চেয়ে ফের ৭ পয়েন্টে এগিয়ে গেছে বার্সেলোনা। তবে রিয়াল মাদ্রিদ এখন পর্যন্ত ১ ম্যাচ কম খেলেছে।

মায়োর্কার বিপক্ষে বার্সেলোনা ১-০ গোলে জয় পেলেও পুরোটা সময় জুড়ে দেখিয়েছে একচ্ছত্র দাপট। ৭৮ শতাংশ সময় বল দখলে রেখে গোলের জন‍্য ৪০টি শট নেয় বার্সেলোনা। এর ১৩টিই ছিল লক্ষ‍্যে। মায়োর্কা অবশ্য স্রোতের বিপরীতে একটা গোল পেয়েছিল ৪৫ মিনিটে। সেটা বাতিল হয়েছিল অফসাইডের কারণে।

মায়োর্কা গোলরক্ষক লিও রোমান প্রথমার্ধেই অন্তত ৪টি গোল ঠেকিয়ে দলকে ম্যাচে রেখেছিলেন। এরমাঝে কেবল ৪১তম মিনিটে ১৫ সেকেন্ডের মধ‍্যে বার্সেলোনার চারটি শট ঠেকিয়ে দেয় মায়োর্কা। দুটি সেভ করেন গোলরক্ষক, বাকি দুটি ব্লক ছিল দুই ডিফেন্ডারের সুবাদে।

দ্বিতীয়ার্ধের প্রথম মিনিটেই অবশ্য স্কোরশিটে আসে পরিবর্তন। বিরতির পর নিজেদের প্রথম আক্রমণেই এগিয়ে যায় স্বাগতিক বার্সা। এরিক গার্সিয়ার কাছ থেকে ডি বক্সে বল পান দানি ওলমো। আড়াআড়ি শটে জাল খুঁজে নেন স্প‍্যানিশ মিডফিল্ডার ওলমো।

শেষ পর্যন্ত এই গোলের ওপর ভর করেই জয় নিয়ে মাঠ ছাড়ে বার্সেলোনা। এই ম্যাচের পর ৩৩ ম‍্যাচে ২৪ জয় ও চার ড্রয়ে বার্সেলোনার পয়েন্ট ৭৬। ৩২ ম‍্যাচে রিয়ালের পয়েন্ট ৬৯। আর ৩৩ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে সাতে আছে মায়োর্কা।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
ভারতের পক্ষ নিলো ইসরায়েল

ভারতের পক্ষ নিলো ইসরায়েল

বুধবার, ৭ মে, ২০২৫

এলপিজির নতুন দাম ঘোষণা আজ

রবিবার, ৪ মে, ২০২৫
এলপি গ্যাসের দাম আরও কমলো

এলপি গ্যাসের দাম আরও কমলো

রবিবার, ৪ মে, ২০২৫

সাম্প্রতিক পোস্ট

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১  
© সর্বসত্ব সংরক্ষিত ২০২৫ বিজয় টিভি || All Rights Reserved.