জামালপুরের সরিষাবাড়িতে বখাটের উত্যক্তের শিকার হয়ে ৭ম শ্রেণীর ছাত্রীর আত্মহত্যার অভিযোগ উঠেছে।
নিহত শিক্ষার্থী উপজেলার পোগলদিঘা ইউনিয়নের নারায়ণ শাহার মেয়ে সালেমা খাতুন উচ্চ বিদ্যালয়ের ছাত্রী অন্তরা শাহা। পরিবার জানায়, পাশের এলাকার মতি তালুকদারের ছেলে বখাটে তানিন তালকুদার দৈনন্দিন যাতায়াতের পথে অন্তরা শাহাকে উতক্ত্য করতো। বখাটের বিভিন্ন অশালীন কথা সহ্য করতে না পেরে গতকাল সন্ধ্যায় নিজ বাড়িতে গলায় ফাস দিয়ে আত্মহত্যা করে সে।
https://youtu.be/vITgmI7FYhM
নিউজ ডেস্ক / বিজয় টিভি