নিউজ ডেস্ক / বিজয় টিভি
লক্ষ্মীপুরে মেঘনা নদীর ভয়াবহ ভাঙন থেকে কমলনগর ও রামগতি উপজেলা দুটিকে রক্ষার দাবিতে মানববন্ধন হয়েছে।
সকালে ‘কমলনগর-রামগতি বাঁচাও মঞ্চ’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে উপজেলার মাতাব্বরহাট এলাকায় এ মানববন্ধন কর্মসূচী পালন করেছে স্থানীয়রা। এ সময় বক্তারা বলেন, গত ২০ বছর ধরে মেঘনা নদীর অব্যাহত ভাঙনে কমলনগর ও রামগতি উপজেলার ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। এ নিয়ে চরম আতঙ্কে রয়েছেন দুই উপজেলার প্রায় ৭ লাখ মানুষ। তাই অবিলম্বে নদী ভাঙন রোধে বাপাউবো চিহ্নিত ৩২ কিলোমিটার এলাকা জুড়ে সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রতিরক্ষা বাঁধ নির্মাণ করার দাবী জানান তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি