সন্ত্রাস ও জঙ্গিবাদে জড়িতদের তথ্য দিয়ে সহায়তার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে রাজশাহী-ঢাকা রুটে ‘বনলতা এক্সপ্রেস’ ট্রেনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ আহ্বান জানান। দেশবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীকে সন্ত্রাসবাদের বিরুদ্ধে সতর্ক থাকার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, সন্ত্রাসের কারণে আমরা আট বছরের শিশু জায়ান চৌধুরীকে হারিয়েছি। আর কোনো সন্তানের যাতে এভাবে মৃত্যু না হয় সেজন্য সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান শেখ হাসিনা। যারা এগুলো করে তারা ঘৃণা ছাড়া কিছুই পায় না বলেও জানান প্রধানমন্ত্রী।
নিউজ ডেস্ক / বিজয় টিভি