সারাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে পালিত হলো বিজয় টেলিভিশনের ৭ম প্রতিষ্ঠা বার্ষিকী।
এ উপলক্ষ্যে শনিবার সকালে কুমিল্লা প্রেসক্লাব থেকে একটি র্যালি বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে। পরে প্রেসক্লাবে কেককাটা ও আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর রুহুল আমিন। চাঁদপুরে আয়োজিত আলোচনা সভা ও দোয়া মাহফিলে বক্তব্য রাখেন চাঁদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক লক্ষণ চন্দ্র সূত্রধরসহ অন্যরা। এসময় বক্তারা বিজয় টিভির ৭ বছরে পদার্পণে শুভেচ্ছা ও অভিনন্দন জানান। এদিকে মেহেরপুর গাংনী প্রেসক্লাবে কেক কেটে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। ‘অনির্বাণ বাংলা’ শ্লোগানে চলনবিলে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। কাপাসিয়ায় এ উপলক্ষ্যে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এদিকে ফেনী, হালুয়াঘাট, ময়মনসিংহ, পাবনা, লক্ষীপুর ও গাইবান্ধাসহ বিভিন্ন জেলায় জমকালো আয়োজনে পালিত হয়েছে দিনটি।
নিউজ ডেস্ক / বিজয় টিভি