মুন্সিগঞ্জের লৌহজংয়ে বাল্কহেডের ধাক্কায় পিকনিকের ট্রলার ডুবির ঘটনা ঘটেছে।
এ ঘটনায় এখন পর্যন্ত ৯ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এছাড়া নিখোঁজ রয়েছেন আরো অন্তত পাঁচজন।
শনিবার রাত আটটায় উপজেলার তালতলা-গৌরগঞ্জ খালের রসকাঠি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, সকালে ৪৬ জন যাত্রী নিয়ে পদ্মা নদীতে যায় ট্রলারটি। পিকনিক শেষে শিমুলিয়া ঘাটে ফেরার সময় একটি বালুবাহী বাল্কহেডের সাথে ট্রলারটির সংঘর্ষ হয়। এসময় অধিকাংশ যাত্রীরাই সাঁতরে তীরে উঠলেও নিখোঁজ রয়েছেন অনেকেই।
এদিকে দুর্ঘটনার প্রায় সাড়ে ৫ ঘন্টা পর বিআইডব্লিউটিএ- এয়ার লিফটিং ব্যাগ ব্যবহার করে ডুবে যাওয়া ট্রলার উদ্ধারে অভিযান শুরু করে। তবে অন্ধকার, তীব্র স্রোত ও প্রতিকূল আবহাওয়ার কারণে মধ্যরাতে অভিযান বন্ধ করে দেয়া হয়।
পরে আজ ভোর থেকে পুনরায় উদ্ধার অভিযান শুরু করে উদ্ধারকারীরা। জেলা প্রশাসন মোঃ আবু জাফর রিপন জানান, নিখোঁজদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।