সরকারের যথাযথ ব্যবস্থাপনার কারণে ঈদে নির্বিঘ্নে বাড়ি ফিরছেন ঘরমুখো মানুষ, বলে মন্তব্য করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী।
রবিবার সকালে মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট পরিদর্শনে এসে তিনি এ মন্তব্য করেন। তিনি মাওয়া ঘাটের সিসি ক্যামরা, ওয়াচ টাওয়ারসহ সকল ব্যবস্থাপনায় সন্তোষ প্রকাশ করেন। প্রতিমন্ত্রী এ সময় ফেরি, লঞ্চ, স্পীডবোট ঘাট, পুলিশ কন্ট্রোল রুম, ওয়াচ টাওয়ার, ঢাকা-মাওয়া মহাসড়ক পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। এসময় আরো উপস্থিত ছিলেন, বিআইডব্লিউটিএ চেয়ারম্যান কমডোর মাহবুবুল ইসলাম, বিআইডব্লিউটিসি চেয়ারম্যান প্রণয় কান্তি বিশ্বাস, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. হারুন অর রশিদসহ অন্যরা।