নিউজ ডেস্ক / বিজয় টিভি
ফেনীর মাদ্রাসাছাত্রী নুসরাত হত্যা মামলার চার্জশিট গ্রহণ করেছে আদালত। পরবর্তী শুনানি ২০ জুন।
এজাহার নামীয় ৮ আসামীসহ ১৬ জনের বিরুদ্ধে প্রাথমিকভাবে দোষ প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে পিবিআই আদালতে চার্জশিট দাখিল করেন। বাকী ৫ আসামির বিরুদ্ধে অভিযোগ না থাকায় তাদের অব্যাহতি দেয়া হয়। এদিকে, দুপুরে নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদের আদালতে মামলার সকল আসামিকে হাজির করা হয়। এসময় আওয়ামী লীগ নেতাসহ ৭ জন আসামির জামিন আবেদন করা হলে আদালত না মঞ্জুর করে তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি