ঝালকাঠি পৌরসভার চার নম্বর ওয়ার্ড কাউন্সিলর হুমাযুন কবির খানের বিরুদ্ধে হত্যা নানা অপরাধের বিচারের দাবিতে মানববন্ধন হয়েছে।
সোমবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে এ মানববন্ধন হয়। এতে বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্ত পশ্চিম ঝালকাঠির বাসিন্দা জিহাদ বেপারী, শাহিন খলিফাসহ অন্যরা। বক্তারা জানান, কাউন্সিলর হুমায়ুন কবির খান এলাকায় বিভিন্ন সন্ত্রাসী তৎপরতার সাথে প্রত্যক্ষভাবে জড়িত থাকলেও প্রশাসন তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। তবে সব অভিযোগ অস্বীকার করেছেন পৌর কাউন্সিলর।
নিউজ ডেস্ক / বিজয় টিভি