‘শেরপুর’ পৌরসভার ২০১৯-২০ অর্থবছরের জন্য ১২৬ কোটি টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
দুপুরে শহরের ‘পৌর টাউন হল অডিটরিয়ামে’ পৌর মেয়র ‘গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন’ এ বাজেট উপস্থাপন করেন। প্রস্তাবিত বাজেটে নতুন কোন কর অরোপ ছাড়াই রাজস্ব খাতে ১৩ কোটি ৬৯ লাখ ৮০ হাজার ৫২১ টাকা আয় এবং ১২ কোটি ৮৭ লাখ ৭ হাজার টাকা ব্যয় ধরা হয়েছে। বাজেট ঘোষণা অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান ‘হুমায়ুন কবীর রুমান’।
নিউজ ডেস্ক / বিজয় টিভি