৪ বছর ধরে শরীরে রডের বোঝা বয়ে মানবেতর জীবনযাপন করে আসছিলেন ব্রাহ্মণবাড়য়িার নবীনগর উপজলোর রতনপুর গ্রামের কোহিনুর। অর্থের অভাবে শরীরে স্থাপিত রড খুলতে না পারায় পচন ধরে তার শরীরে। এ নিয়ে বিজয় টিভিত সংবাদ প্রচারের পর তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠিয়েছেন নবীনগর উপজেলা প্রশাসন।
নিউজ ডেস্ক / বিজয় টিভি