দেশের বিভিন্ন জেলার মত শেরপুরেও ১০৩ টাকায় মেধা ও যোগ্যতার ভিত্তিতে পুলিশ কনস্টেবল পদে নিয়োগ পেলেন ৭৩ জন।
মঙ্গলবার সকল প্রক্রিয়া সম্পূর্ণ করেই তাদের নিয়োগ দেয়া হয়েছে বলে জানান, পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম। ৩ জুলাই প্রাথমিক বাছাই শেষে ৬৮৫ জন লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করে। এদের মধ্যে বাছাইকৃত ২২৬ জন থেকে চূড়ান্ত নিয়োগ পান ৭৩ জন। এদিকে অস্বচ্ছল ও দরিদ্র পরিবারের এই নিয়োগপ্রাপ্তরা এমন দুর্নীতি বিরোধী কার্যক্রমের জন্য প্রধানমন্ত্রী ও পুলিশ বিভাগের প্রতি কৃতজ্ঞতা জানান।
নিউজ ডেস্ক / বিজয় টিভি