যুবলীগ নেতাদের দল ও দেশের জন্য কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
মহানগর যুবলীগের আয়োজনে চট্টগ্রাম প্রেসক্লাবের বঙ্গবন্ধু হলে ১৫ আগস্টের আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিন সমাজকে যুব শক্তিতে রূপান্তরিত করে দুই কোটি মানুষের কর্মসংস্থানের লক্ষ্যে দেশের বিভিন্ন জায়গায় ১০০টি অর্থনৈতিক জোন গড়ে তোলা হচ্ছে। এসময় তিনি দেশের জন্য কাজ করতে যুবলীগ নেতাদের আহ্বান জানান। চট্টগ্রাম মহানগর যুবলীগের আহ্বায়ক মো. মহিউদ্দিন বাচ্চুর সভাপতিত্বে সভায় আরো বক্তব্য রাখেন, যুগ্ম আহ্বায়ক ফরিদ মাহমুদ, মাহবুবুল হক সুমনসহ অন্যরা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি