মা ইলিশ রক্ষায় নৌ পুলিশ সদা তৎপর রয়েছে বলে মন্তব্য করেছেন নৌ পুলিশের ডিআইজি আতিকুল ইসলাম।
চাঁদপুর মেঘনা নদীর অভয়াশ্রম এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ সব কথা বলেন তিনি। ডিআইজি বলেন, কর্মসূচি সফল করতে পূর্ব প্রস্তুতি হিসেবে ঝটিকা অভিযান পরিচালনা করা হচ্ছে। জেলে ও ব্যবসায়ীদের সচেতন করতে মূলত নৌ পুলিশের মহড়া চলছে বলেও জানান তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন, নৌ পুলিশের অতিরিক্ত ডিআইজি রফিকুল ইসলাম, ঢাকা নৌ পুলিশ সুপার হারুনুর রশিদ, চাঁদপুর নৌ পুলিশ সুপার জমসের আলীসহ জেলা পুলিশ ও নৌ পুলিশের কর্মকর্তারা।
নিউজ ডেস্ক / বিজয় টিভি