কুষ্টিয়া সদর উপজেলার হরিনারায়ণপুরে স্ত্রীকে কুপিয়ে হত্যা করেছেন স্বামী। এ ঘটনায় ঘাতক স্বামী আওয়ালকে আটক করেছে পুলিশ।
আজ (বুধবার) সকালে এ ঘটনা ঘটে। পুলিশ জানায়, দীর্ঘদিন ধরেই মাদকের টাকার জন্য বাবা-মা ও স্ত্রী শাহানা খাতুনের সাথে খারাপ আচরণ করে আসছিলো আওয়াল।
এরই জেরে ভোরে টাকা চাওয়া নিয়ে বাকবিতণ্ডার একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে মা ও স্ত্রীকে আঘাত করে সে।
এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় শাহানার। পরে গুরুতর আহতাবস্থায় মা জবেদা খাতুনকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি