বিএনপির লোকজন হামলা করবে, এমন আশঙ্কা থেকেই ঢাকা সিটি নির্বাচনে ভোটাররা ভোট দিতে আসেনি বলে মন্তব্য করেছেন, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ।
আজ (বৃহস্পতিবার) দুপুরে রাজশাহী শিল্পকলা একাডেমীতে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের প্রতিনিধি সভায় এ মন্তব্য করেন তিনি।
ঢাকা সিটি নির্বাচন প্রসঙ্গে মন্ত্রী বলেন, নির্বাচনে অংশ নিয়ে বিএনপি বলছে- এটি আন্দোলনের অংশ। এখন বিএনপির আন্দোলন মানে মানুষ মনে করে জ্বালাও-পোড়াও, হাঙ্গামা।
এ হাঙ্গামার আশঙ্কায় মানুষ ভোট কেন্দ্রে যায়নি। এসময় ত্যাগী নেতাকর্মীদের মূল্যায়নের আহ্বান জানিয়ে ড. হাছান মাহমুদ আরো বলেন, দায়িত্ব পালনের সময় দলকে গুরুত্ব দিতে হবে। অনুপ্রবেশকারীরা সাংগঠনিক পদে থাকলেও বাদ দিতে হবে।
নিউজ ডেস্ক/বিজয় টিভি