করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবায় পাবনা কমিউনিটি হাসপাতালকে কোভিড ডেডিকেডেট হাসপাতাল হিসেবে প্রস্তুত করা হয়েছে।
জেলার নয় উপজেলার ছয়টিতেই করোনা ভাইরাসের সংক্রমণ ছড়িয়ে পড়ায় পিসিআর ল্যাব স্থাপনের কাজও শুরু হয়েছে বলে জানিয়েছেন পাবনা সদর আসনের সাংসদ গোলাম ফারুক প্রিন্স।
আজ (সোমবার) সকালে স্বাস্থ্যবিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নিয়ে কোভিড ডেডিকেডেট হাসপাতালের প্রস্ততি সরেজমিনে পরিদর্শন শেষে তিনি এ কথা জানান।
তিনি বলেন, করোনাযুদ্ধে চিকিৎসরা ফ্রন্টলাইনের যোদ্ধা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মানুষের সেবা করছেন। পাবনা কোভিড হাসপাতালে যেসব চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীরা সেবা দেবেন; তাদের জন্য উন্নতমানের খাবার ও আবাসনের ব্যবস্থা নিতে নির্দেশনা দেয়া হয়েছে বলে তিনি জানিয়েছেন।