কৃষি বিভাগের তালিকা অনুযায়ী প্রতিটি ইউনিয়নে লটারি করে প্রকৃত কৃষকদের কাছ থেকে ধান কেনার নির্দেশ দিয়েছেন, খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
আজ (বৃহস্পতিবার) সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে নওগাঁ সদর এলএসডি গুদাম চত্বরে বোরো ধান চাল সংগ্রহের অনুষ্ঠানে তিনি এ নির্দেশ দেন।
ধান ক্রয়ে মধ্যস্বত্বভোগীরা যাতে প্রভাব না ফেলে সেজন্য সকল ডিসি ফুড কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার দুর্যোগ মোকাবেলায় যে পরিমাণ ত্রাণ দিচ্ছে তাতে গুদাম ফাঁকা হচ্ছে। যতদিন পর্যন্ত এ ত্রাণ কার্যক্রম চলবে তার ওপর নির্ভর করে প্রয়োজনে আরো চাল কেনা হবে বলে তিনি জানান।
নিউজ ডেস্ক/বিজয় টিভি