সিরাজগঞ্জ জেলার সার্বিক বন্যা পরিস্থিতি অপরিবর্তিত রয়েছে। কিছুটা কমেছে যমুনার পানি।
গত ২৪ ঘণ্টায় ৩ সেন্টিমিটার কমে এখনো বিপদসীমার ৯৭ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে জেলার প্রায় সোয়া দুই লাখ মানুষ এখনো পানিবন্দি রয়েছে।
এদিকে, বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ পানি ও শুষ্ক খাবারের সংকট। এছাড়া বন্যা কবলিত মানুষের মধ্যে দেখা দিয়েছে পানি বাহিত বিভিন্ন রোগের প্রাদুর্ভাব।
নিউজ ডেস্ক/বিজয় টিভি