চাঁদপুরে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি ও সদরের ইউএনও কানিজ ফাতেমাসহ গণ্যমান্য অনেক ব্যক্তির বিরুদ্ধে ফেসবুকে অপপ্রচার চালানোর অভিযোগে কলেজ ও মাদ্রাসার তিন শিক্ষককে আটক করেছে পুলিশ।
তারা হলেন- সদরের ফারাক্কাবাদ ডিগ্রি কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম, একই কলেজের আইটি ইনচার্জ নোমান সিদ্দিকী এবং ফরক্কাবাদ মাদ্রাসার শিক্ষক এবিএম আনিসুর রহমান।
রবিাবর বিকালে ফরক্কাবাদ কলেজ ক্যাম্পাস থেকে তাদের আটক করা হয়।
আটকরা ভুয়া ফেসবুক আইডি খুলে শিক্ষামন্ত্রীসহ গণ্যমান্য ব্যক্তিদের বিরুদ্ধে নানা অপপ্রচার চালিয়ে আসছিলেন বলে মামলার অভিযোগে বলা হয়েছে। সূত্র: ইউএনবি