নারায়ণগঞ্জ বন্দর উপজেলায় ইস্পাহানি ঘাটে, প্রতিপক্ষ কিশোর গ্যাংয়ের ধাওয়ায় শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয়া জিসান ও নিহাদ নামে ২ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় ৪ জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গতকাল দিবাগত রাতে, তাদের মরদেহ উদ্ধার করে স্থানীয় জেলেরা। নিহতের স্বজনরা জানায়, বিকেলে প্রতিপক্ষের ধাওয়া খেয়ে শীতলক্ষ্যা নদীতে ঝাঁপ দেয় ৪ বন্ধু।
দু’জন সাঁতরে তীরে উঠতে পারলেও আর দু’জন সাঁতার না জানায় ডুবে যায়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি