কুষ্টিয়ার দৌলতপুরে স্থানীয় সাংসদ সারওয়ার জাহান বাদশার ফুপাতো ভাই হাসিনুর রহমানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।
আজ (শনিবার) সকালে উপজেলার ফিলিপনগর গ্রামের নিজ বাড়ির সামনে তাকে হত্যা করা হয়।
পুলিশ ও নিহতের স্বজনরা জানায়, হাসিনুর রহমান সক্রিয় রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। সাংসদের অবর্তমানে তার ব্যক্তিগত ও দলীয় কাজকর্ম হাসিনুর দেখভাল করতেন। সকালে মোটরসাইকেলে চড়ে স্থানীয় বাজারের দিকে যাচ্ছিলেন তিনি।
এ সময় এমপি গলির পশ্চিমে, মসজিদের কাছে আগে থেকে ওৎ পেতে থাকা দুর্বৃত্তরা তার ওপর হামলা চালায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
নিউজ ডেস্ক/বিজয় টিভি