চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার রহনপুর বাজারের ইউনুস আলী মাস্টার কেন্দ্রে, স্বাস্থ্য সহকারীদের সুরক্ষা সামগ্রী ছাড়াই করোনাকালে শিশুদের টিকা প্রদান করতে দেখেন এলাকাবাসী। একই চিত্র কাজীহাটাসহ উপজেলার ৩৩টি কমিউনিটি ক্লিনিকের। যেখানে সংক্রমণের ঝুঁকি নিয়েই সেবা দেন সিএইচসিপি ও স্বাস্থ্য সহকারীরা।
তাদের অভিযোগ, সরকারের দেয়া স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী বার বার চাওয়া হলেও; তা দেননি ইউএইচএফপিও ডা. সারওয়ার জাহান। বরং সেগুলো হাসপাতালের স্টোররুমে না রেখে, নিজ বাসভবনে রেখে করেছেন আত্মসাৎ।
শুধু স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী আত্মসাৎই নয়; তার বিরুদ্ধে গুরুতর অভিযোগ রয়েছে, হোম কোয়ারেন্টিনে সুস্থ হওয়া করোনা রোগীদের তিনি হাসপাতালে ভর্তি দেখিয়েছেন। আর এ সুযোগে আত্মসাৎ করেছেন বরাদ্দের ৩ লাখ টাকা। যার সত্যতা নিশ্চিত করেন হাসপাতালের আরএমও ডা. মো. সালাহ উদদীন আহম্মেদ ।
এদিকে, এসব ঘটনার তদন্তের দাবি জানিয়েছেন, বাংলাদেশ হেলথ অ্যাসিসটেন্ট ও উপজেলা সিএইচসিপি অ্যাসোসিয়েশনের নেতারা।
ডা. সারওয়ার অনিয়ম ও দুর্নীতির অভিযোগ অস্বীকার করলেও; তদন্ত করে ব্যবস্থা নেয়ার আশ্বাস দিয়েছেন জেলা সিভিল সার্জন ডা. মো. জাহিদ নজরুল চৌধুরী ।
এসব অভিযোগের বিষয়ে সিভিল সার্জনের নেতৃত্বে, শীঘ্রই তদন্ত শুরু করবে ৩ সদস্যের কমিটি।
নিউজ ডেস্ক/বিজয় টিভি