মাগুরা-যশোর সড়ক থেকে ৩ দশমিক ৫ কেজি ওজনের ৩০টি সোনার বারসহ তিনজনকে আটক করেছে যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) সদস্যরা।
তারা হলেন- মুন্সীগঞ্জ জেলার পঞ্চসার উপজেলার গোলাপরায় গ্রামের রতন কুমার পোদ্দার (৪৯), ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার মাঝিয়ারা গ্রামের প্রদীপ সাহা (৫৫) এবং ঢাকার গেণ্ডারিয়া উপজেলার কালীগঞ্জ শাহা রোডের পঙ্কজ দত্ত (৪৮)।
যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি) কমান্ডিং অফিসার লে. কর্নেল মো. সেলিম রেজা জানান, গোপন সূত্রে খবর পেয়ে বিজিবির একটি দল মাগুরা-যশোর সড়কের বাহাদুরপুর বাজার পাকা রাস্তার ওপর অবস্থান নেয়। শরীয়তপুর থেকে বেনাপোলগামী ফেম পরিবহনের একটি বাস তল্লাশি করে ৩০টি সোনার বারসহ তিনজনকে আটক করা হয়। সোনার আনুমানিক বাজার মূল্য দুই কোটি সাড়ে ৪১ লাখ টাকা।
নিউজ ডেস্ক/বিজয় টিভি