উত্তরের জেলা কুড়িগ্রামে জেঁকে বসেছে শীত। ঘন কুয়াশা আর শীতের তীব্রতায় ব্যাহত হচ্ছে কুড়িগ্রামের স্বাভাবিক জীবনযাত্রা। প্রচন্ড ঠান্ডার সাথে রাতভর বৃষ্টির মতো ঝড়ে শিশির। সারাদিন মিলছে না সূর্যের দেখা।
তীব্র শীতের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে নদ-নদী তীরবর্তি ও গ্রামীন জনপদ।শীতের তীব্রতা বাড়ায় দুর্ভোগে পড়েছে খেটে খাওয়া মানুষ। সকাল সকাল কাজে যেতে পারছেন না তারা।
ছিন্নমূল এবং অতি দরিদ্ররা শীতবস্ত্রের অভাবে দূর্ভোগ পোহাচ্ছে। নানা রখম শীত জনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বৃদ্ধরা।
কুড়িগ্রাম রাজার হাট আবহাওয়া ও কৃষি পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা সুবল চন্দ্র সরকার জানান, আজ সকাল ৬টায় কুড়িগ্রামের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
নিউজ ডেস্ক/বিজয় টিভি