দুদকের করা মামলায় জামিন পাননি টেকনাফ থানার বহিষ্কৃত ওসি প্রদীপ কুমার দাশ। এছাড়া দুদকের পক্ষ থেকে মামলার তদন্ত প্রতিবেদন জমা দেয়ার কথা থাকলেও তা জমা দেয়া যায়নি।
বুধবার (০৬ জানুয়ারি) সকালে, মহানগর দায়রা জজ শেখ আশফাকুর রহমানের আদালতে প্রদীপের আইনজীবী জামিন আবেদন করলে, আদালত আগামী রোববার শুনানির দিন ধার্য করেন।
এ বিষয়ে দুদকের আইনজীবী মাহমুদুল হক বলেন, তদন্ত প্রতিবেদন না আসায় আসামিকে আদালতে হাজির করা হয়নি। তবে, আসামির পক্ষ থেকে আদালতে জামিন আবেদন করা হয়।
নিয়ম অনুযায়ী, যেহেতু আসামি হাজির ছিলেন না তাই আদালত ১০ জানুয়ারি জামিন শুনানির নতুন দিন ধার্য করেন।