মুন্সিগঞ্জে অভিযানে একটি মোটরসাইকেল ৩০বোতল ফেনসিডিল এবং ১০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে আটক করেছে ডিবি পুলিশ ।
শুক্রবার ভোর রাতে মুন্সীগঞ্জ সিরাজদিখানে খাসমহল বালুরচর এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে মোঃ আতাউর রহমান লিও(৩৩), মোহাম্মদ মিলন (৩২), মোহাম্মদ রাজু হসেন রাজিব (৩৪) কে আটক করা হয়।
তাদের তল্লাশি করে মোঃ আতাউর রহমানের লিওর কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল, মোহাম্মদ মিলনের কাছ থেকে ৫০পিস ইয়াবা ট্যাবলেট এবং মোহাম্মদ রাজু হোসেনরাজিব এর নিকট থেকে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট ও একটি মোটরসাইকেল উদ্ধার করতে সক্ষম হয়।
আসামিদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আতাউর রহমান লিও চিহ্নিত আন্তঃজেলা মোটরসাইকেল চোর দলের নেতা এবং এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। লিও এর আগেও চোরাই মোটরসাইকেল সহ আটক হয়।
তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মুন্সীগঞ্জ ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: মোজাম্মেল হক জানান, তাদের প্রত্যেকের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। আটক তিন আসামিকে শুক্রবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করা হয়েছে।