বগুড়ায় নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের এক সদস্যকে আটক করেছে ডিবি পুলিশ। রাত পৌনে একটায় শিবগঞ্জ উপজেলার মোকামতলা বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত হামিদুর রহমান আনসার আল ইসলামের দা্ওয়াহ বিভাগের সদস্য বলে জানিয়েছে পুলিশ।
গোপন খবরের ভিত্তিতে মোকামতলা বাজারে অভিযানে একটি বাস কাউন্টার থেকে তাকে আটক করা হয়। হামিদুরের বাড়ি নরসিংদী জেলায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, সংগঠনের দা্ওয়াতী কাজ ও ফান্ড সংগ্রহের জন্য বিভিন্ন জেলায় সফরের অংশ হিসেবে বগুড়ায় আসে হামিদুর। তবে, এখান থেকে কোথায় যাওয়া হবে, সেই বিষয়ে কোন তথ্য দিতে পারেনি সে। হামিদুরের কাছে জিহাদী বই ও লিফলেট পাওয়া গেছে। এর আগেও তার নামে নরসিংদী ও নারায়নগঞ্জে দুটি সন্ত্রাসবিরোধী মামলা আছে বলে জানিয়েছে পুলিশ।
এবিষয়ে শিবগঞ্জ থানায় মামলা দায়ের ও আদালতে হাজির করে পাচ দিনের রিমান্ড চাওয়ার প্রক্রিয়া চলছে।