নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, বাংলাদেশের সুবর্ণজয়ন্তীতে ভারতের প্রধানমন্ত্রী করোনাকালীন তার জীবনের ঝুঁকি নিয়ে এদেশের মানুষকে সম্মানীত করতে এসেছেন। বিএনপি মৌলবাদীদের নামিয়ে দিয়ে ভুল পথে রাজনীতি করছে। ওই মৌলবাদীদের রাস্তায় নামিয়ে দিয়ে এদেশের উন্নয়নের অগ্রযাত্রা থামিয়ে দেয়া যাবে না।
আজ শনিবার দুপুর ১২টায় দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত ‘বাংলাদেশের এক অনন্য অজর্ন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ উদযাপন উপলক্ষে আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।
এর আগে ‘বাংলাদেশের এক অনন্য অজর্ন স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশে উত্তরণ’ শীর্ষক উন্নয়ন মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন।
তিনি আরও বলেন, ৭৫‘এ স্বপরিবারে জাতির পিতা কে হত্যার পর বঙ্গবন্ধুর নাম মুছে ফেলার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে আজ উন্নয়নশীল দেশের কাতারে বাংলাদেশ।