রীমা কাগতি পরিচালিত ওয়েবসিরিজ ‘ফলেন’ দিয়ে ডিজিটাল দুনিয়ায় আসতে যাচ্ছেন দাবাং গার্ল সোনাক্ষী।
দাবাং থ্রি ছবির পর সোনাক্ষীকে তেমন কোনো অসাধারণ চরিত্রে আর পর্দায় দেখা যায়নি। সর্বশেষ অজয় দেবগনের সঙ্গে ‘ভুজ: দ্য প্রাইড অফ ইন্ডিয়া’ ছবিতে অভিনয় করেছেন সোনাক্ষী।
এবার তিনি ডিজিটাল দুনিয়ায় অভিষেকের জন্য প্রস্তুত। শিগগিরই সোনাক্ষী তার নতুন ওয়েব সিরিজের শুটিং শুরু করবেন।
ফলেন ওয়েব সিরিজটি প্রযোজনা করছে এক্সেল মুভিজ ও টাইগার বেবি ফিল্মস। ক্রাইম–থ্রিলার ঘরানার এই ওয়েব সিরিজে সোনাক্ষীকে দেখা যাবে এক পুলিশ কর্মকর্তার চরিত্রে। আগামী বছর জানুয়ারি মাস থেকে পুরোদমে শুরু হবে এর শুটিং।
নিউজ ডেস্ক/বিজয় টিভি